পাবনার সাঁথিয়া নাগডেমড়া ইউনিয়নের সোনাতলা গ্রামে হিন্দু সম্প্রাদায়ের কালা চাদ মন্দিরের জায়গা নিয়ে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটিয়ে বিরোধ নিস্পত্তি করে বৃহস্পতিবার দুপুরে মন্দির নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ।
জানা যায়, উপজেলার নাগডেমড়া ইউনিয়নে সোনাতলা গ্রামের হিন্দু সম্প্রাদায়ের কালাচাদ মন্দিরের জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল প্রতিপক্ষ পার্শ্ববতী হিন্দু বসতিদের সাথে। তাদের দাবী ছিল জায়গা বুঝে দিয়ে মন্দির স্থাপন করা হোক। এ নিয়ে বহুবার দেন দরবার করেও মন্দিটি নির্মান করা সম্ভব হয়নি।
অবশেষে ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদের উদ্যোগে সকল জটিলতার অবসান ঘটিয়ে যার যার জায়গা বুঝে দিয়ে বৃহস্পতিবার দুপুরে কালাচাদ মন্দিরের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি শুশিল কুমার দাস, সাঁথিয়া থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, কালাচাদ মন্দিরের সভাপতি রঘুনাথ দাস মাস্টার, সম্পাদক রতন কুমার দাস, আ’লীগ নেতা হাফিজুর রহমান হাফিজসহ হিন্দু সম্প্রাদায়ের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply