পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন ও সময় টিভির পাবনা প্রতিনিধি এবং অনলাইন পোর্টাল পাবনামেইল২৪ ডটকম এর সম্পাদক সৈকত আফরোজ আসাদের বিরুদ্ধে পাবনা-২ আসনের সাবেক এমপি খন্দকার আজিজুল হক আরজু ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলার প্রতিবাদে সোমবার দুপুরে সাঁথিয়া প্রেসক্লাবের উদ্যোগে ক্লাব প্রাঙ্গনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নুল আবেদীন রানার সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক উজ্জল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত এ প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আব্দুদ দাইন, প্রতিষ্ঠাতা সদস্য রতন দাস, সহ-সভাপতি মনসুর আলম খোকন, জালাল উদ্দীন, সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাবেক সম্পাদক মানিক মিয়া রানা, কার্যকরী সদস্য মীর নজমুল বারী নাহীদ, আলিউল ইসলাম অলি, অধ্যাপক আব্দুল হাই, আরিফুল ইসলাম, আবু সামা, সদস্য খালেকুজ্জামান পান্নু, ফারুক হোসেন,তাইজুল ইসলাম প্রমুখ।
সাংবাদিকবৃন্দ নির্ভীক সাংবাদিক সৈকত আফরোজ আসাদের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অবিলম্বে নি:শর্তে এ হয়রানীমূলক মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।
উল্লেখ্য, গত ৯ জুন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতে পাবনা ২ আসনের সাবেক এমপি খন্দকার আজিজুল হক আরজু এ মামলা দায়ের করেন। গত ৮ মার্চ সাবেক সাংসদ আজিজুল হকের পৈতৃক বাড়ি পাবনার বেড়া উপজেলার নাটিয়াবাড়ি গ্রামে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার সন্ধান পান পাবনা ডিবি পুলিশ। এ সময় দুজনকে আটকও করেন পুলিশ। এ সংক্রান্ত একটি খবর পাবনামেইল ২৪ ডটকম এ প্রকাশিত হয়।
Leave a Reply