পাবনার সাঁথিয়া সরকারি কলেজে ২০২২ সালে অনুষ্ঠিতব্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার ফরম অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। রোববার (১৯ জুন) সকাল ১১ টার দিকে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ ও অধ্যক্ষের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিলটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবে এসে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন। এ সময় তারা দুনিতীবাজ অধ্যক্ষ মানি না মানবো না বলে বিভিন্ন স্লোগান দেয়। শিক্ষার্থীদের অভিযোগ, সাঁথিয়া সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) দিবাকর কুমার ঘোষ নিয়মনীতি তোয়াক্কা না করে নিজ ক্ষমতায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার ফরম পূরণে তাদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করছেন।
এ বিষয়ে কলেজ অধ্যক্ষ দিবাকর কুমার ঘোষ শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করে বলেন, নিয়ম মেনে শিক্ষার্থীদের কাছ থেকে ফি-আদায় করা হচ্ছে। এর কোন ব্যত্যয় ঘটছে না অথচ তারা কেন যে এগুলো করছে জানি না।
Leave a Reply