পাবনার সাঁথিয়া করমজা ইউনিয়নের আফড়া গ্রাম থেকে ৭০০ পিচ ইয়াবাসহ ২জন মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১২ পাবনা ও সিরাজগঞ্জ।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুর দেড় টার দিকে আফড়া আমানত সরদারের বাড়ির পূর্ব পাশে পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো করমজা ইউনিয়নের আফড়া গ্রামের গফুর প্রামাণিকের মেয়ে শায়লা খাতুন (২৫) ও ধোপাদহ ইউনিয়নর কাশিয়াবাড়ি গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে আসলাম (৪০)। আটককৃতদের মধ্যে শায়লা খাতুন (২৫) করমজা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলামের আপন চাচাতো বোন।
জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ১২- এর ডিএডি মোঃ ইউসুফ আলী সঙ্গীয় ফোর্সসহ আফড়া গ্রামে মাদকদ্রব্য উদ্ধার অভিযানে ৭০০ পিচ ইয়াবাসহ তাদের আটক করে সাঁথিয়া থানায় হস্তান্তর করেন।
র্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে অত্র এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে সাঁথিয়া থানায় মাদক আইনে মামলা হয়েছে।
Leave a Reply