পাবনার সাঁথিয়ায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার প্রধান অতিথি হিসাবে এ মেলার শুভ উদ্বোধন করেন।
এর আগে সকাল ১১টায় একটি বর্ণ্যাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে মেলা প্রাঙ্গণে কৃষি সম্প্রসারন অফিসার ফারুক হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উ্পজেলা কৃষি অফিসার সঞ্জিব কুমার গোস্বামী।
আরও বক্তব্য রাখেন, উপজেলা ভাইসচেয়ারম্যান সোহেল রানা খোকন, সেলিমা সুলতানা শিলা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের, অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম প্রমূখ। ৩দিন ব্যাপী এ মেলায় ২৬টি স্টল রয়েছে।
Leave a Reply