রবিবার, ২৮ মে ২০২৩, ১২:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অফিস অটোমেশন সিষ্টেমের উদ্বোধন, কাগজবিহীন অফিস হতে চলেছে পাবিপ্রবি বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে পাবিপ্রবিতে আলোচনা সভা পাবিপ্রবিতে প্রথমবর্ষের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার সকল আয়োজন সম্পন্ন আন-নাসর রমাদান কুইজ ও কর্জে হাসানা কার্যক্রম শুরু পাবনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নতুন বর্ষবরণ রূপপুর প্রকল্পের গাড়ি চালক সম্রাট হত্যা মামলার মূলহোতা মমিন গ্রেফতার নিখোঁজের দুইদিন পর রূপপুর প্রকল্পের গাড়িচালকের মরদেহ উদ্ধার বাউয়েট এ, “সরকারী খরচে আইনগত সহায়তা প্রদান কার্যক্রম” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নিখোঁজের দুইদিন পর যমুনা নদী থেকে কিশোরের বস্তাবন্দী মরদেহ উদ্ধার চরতারাপুরে বালু মহলে পুলিশের ওপর চেয়ারম্যানের লোকজনের হামলা, সরঞ্জাম জব্দ

স্বাভাবিক প্রসবের ব্যাপারে অবশ্যই জোর দেয়া উচিত – এমপি প্রিন্স

পাবনামেইল টোয়েন্টিফোর ডেস্ক
  • প্রকাশিত বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
Pabnamail24

হাসপাতালোর বিশৃঙ্খলা কাটিয়ে স্বাভাবিক প্রসবের ব্যাপারে অবশ্যই জোড় দেয়া উচিত হবে বলে মন্তব্য করেছেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
বৃহস্পতিবার(১০ ননভেম্বর) দুপুর ১২টার দিকে জেলা পরিষদের রশিদ হলে পরিবার পরিকল্পনা অধিদপ্তর পাবনা বিভাগ আয়োজিত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা জোরদার বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কোভিড মোকাবিলায় আওয়ামীলীগ সরকার দারুণ সফলতা দেখিয়েছেন। অল্প সময়ে সারাদেশের মানুষকে ভ্যাকসিন দেয়া হয়েছে। হাসপাতালগুলোতে টুকটাক বিশৃঙ্খলা থাকলেও সেগুলো খুব দ্রুতইল সমাধান হচ্ছে এবং সেই সাথে চিকিৎসকদের স্বাভাবিক প্রসবের ব্যাপারে আরো জোর দেয়া উচিত বলেও জানান তিনি।

পরিবার পরিকল্পনা পাবনা’র উপ-পরিচালক মোঃ এরশাদ আহমেদ নোমানীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শাওয়াল বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, পৌর আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকি।
এছাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি সহ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের অনেকেই উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!