হাসপাতালোর বিশৃঙ্খলা কাটিয়ে স্বাভাবিক প্রসবের ব্যাপারে অবশ্যই জোড় দেয়া উচিত হবে বলে মন্তব্য করেছেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
বৃহস্পতিবার(১০ ননভেম্বর) দুপুর ১২টার দিকে জেলা পরিষদের রশিদ হলে পরিবার পরিকল্পনা অধিদপ্তর পাবনা বিভাগ আয়োজিত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা জোরদার বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কোভিড মোকাবিলায় আওয়ামীলীগ সরকার দারুণ সফলতা দেখিয়েছেন। অল্প সময়ে সারাদেশের মানুষকে ভ্যাকসিন দেয়া হয়েছে। হাসপাতালগুলোতে টুকটাক বিশৃঙ্খলা থাকলেও সেগুলো খুব দ্রুতইল সমাধান হচ্ছে এবং সেই সাথে চিকিৎসকদের স্বাভাবিক প্রসবের ব্যাপারে আরো জোর দেয়া উচিত বলেও জানান তিনি।
পরিবার পরিকল্পনা পাবনা’র উপ-পরিচালক মোঃ এরশাদ আহমেদ নোমানীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শাওয়াল বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, পৌর আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকি।
এছাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি সহ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের অনেকেই উপস্থিত ছিলেন।
Leave a Reply