পাবনা জেলা এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জেলা ছাত্রলীগের সভাপতি পদে মিজানুর রহমান সবুজ ও সাধারণ সম্পাদক পদে মীর রবিউল ইসলাম সীমান্তকে অনুমোদন দেয়া হয়েছে।
এদিকে, পাবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি পদে ফরিদুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক পদে নুরুল্লাহর নাম অনুমোদন করেছে কেন্দ্রিয় ছাত্রলীগ।
তবে, পাবনা জেলা ছাত্রলীগের কমিটি নিয়ে ব্যপক আলোচনা থাকলেও দীর্ঘ প্রতীক্ষার এ কমিটি নিয়ে ছাত্রনেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তুলনামূলকভাবে বয়স্ক, বিতর্কিত এবং স্থানীয় রাজনীতিতে অপরিচিতদের গুরুত্বপূর্ণ পদে আনা হয়েছে বলে অভিযোগ করেছেন পদ প্রত্যাশী অনেকেই।
বিজ্ঞপ্তিতে জেলা ছাত্রলীগের সহ সভাপতি পদে হাবিবুর রহমান রিঙ্কু, সাংগঠনিক সম্পাদক পদে মুজিবুর রহমান খান ও হাসিব বিশ^াস ফারাবী এবং কেন্দ্রিয় কমিটির সদস্য পদে মেহেদী হাসান, শাওন রেজা খান, সানাউল্লাহ সানি ও তৌশিকুর রহমান রাভার নাম ঘোষণা করা হয়েছে।
এদিকে, জেলা ছাত্রলীগের সভাপতি সম্পাদক পদে দীর্ঘ সময় ধরে ছাত্রলীগের আলোচনায় থাকা নাম বাদ পড়ায় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।
সভাপতি পদে মিজানুর রহমান সবুজের নাম ঘোষণায় জেলার আটুয়া ও কৃষ্ণপুর এলাকায় অনেক ছাত্রলীগ কর্মী উৎফুল্ল অভিব্যক্তি প্রকাশ করলেও কর্মীদের মধ্যে দেখা দিয়েছে হতাশা। সাধারণ সম্পাদক পদে মনোনীত মীর রবিউল ইসলাম সীমান্তকে জেলার অধিকাংশ ছাত্রলীগ নেতাকর্মীই চেনেন না। তিনি এলাকার রাজনীতিতে সক্রিয় নন।
ছাত্রলীগের সহ সভাপতি মনোনীত হওয়া হাবিবুর রহমান রিংকু বলেন, মিজানুর রহমান সবুজ দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতিতে জড়িত। তিনি আমার সিনিয়র। আমি নিজেও সভাপতি পদ প্রত্যাশী ছিলাম। তবে, কেন্দ্রীয় ছাত্রলীগ ও জেলা আওয়ামীলীগের সিদ্ধান্তের প্রতি আমি শ্রদ্ধাশীল।
সভাপতি পদ প্রত্যাশী মেহেদী হাসান বলেন, দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা থাকলেও, ঘোষিত কমিটি নিয়ে পাবনার ছাত্রসমাজ হতাশ। কমিটিতে করোনাকালের ত্যাগ, মানুষের পাশে থাকার অবদান মূল্যায়ন করা হয়নি। দলের প্রয়োজনে যারা রাজপথে, শিক্ষাঙ্গণে লড়াই করেছেন তাদেরও গুরুত্ব দেয়া হয়নি। এটি হতাশাজনক হলেও আসলে বর্তমান বাস্তবতায় কিছুই করার নেই। আগামী দিনের রাজনীতির জন্য এটি খারাপ ফল বয়ে আনবে।
Leave a Reply