শ্রদ্ধাঞ্জলী অর্পণ, আলোচনাসভা, আনন্দ শোভাযাত্রাসহ নানা আয়োজনে পাবনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। সকাল নয়টায় পাবনা জেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদ চেয়ারম্যানসহ বিভিন্ন সরকারী দপ্তর। পরে, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
জেলা প্রশাসক বিশ^াস রাসেল হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, পুলিশ সুপার বিশ^াস রাসেল হোসেন, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান।
পরে, দুপুরে জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন নেতাকর্মীরা। শোভাযাত্রা নিয়ে শহর প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীদের নিয়ে কেক কাটেন জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল, সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি।
Leave a Reply