দলীয় শৃঙ্খলা ভঙ্গে করে বিদ্রোহী প্রার্থী হিসেবে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশগ্রহণ করায় পাবনার ভাঙ্গুড়ায় আওয়ামী লীগের ৩ নেতাকে দল থেকে বহিষ্কার করেছে আওয়ামীলীগ। বুধবার (১৫ ডিসেম্বর) বিকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত এক সাংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া দেন দলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রধান। এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: লোকমান হোসেন,সাংগঠনিক সম্পাদক আজাদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।
বহিষ্কৃতরা হলেন উপজেলার পার-ভাঙ্গুড়া ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আতাউর রহমান (বাদশা), দিলপাশার ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হান্নান প্রামানিক এবং অষ্টমনিষা ইউপির চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের ১নং যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শামছুল হক।
Leave a Reply