পাবনার ভাঙ্গুড়ায় অবৈধভাবে সরকারি রাস্তার পাশে মূল্যবান একটি মেহগনি গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলীপাড়া-সারুটিয়া সড়কে। এলাকাবাসীরা অভিখযোগ করেন, অবৈধভাবে এলাকার সরকারি গাছ কিনছেন সারুটিয়া গ্রামের আনিস নামের এক প্রভাবশালী কাঠ ব্যবসায়ী।
স্থানীয়রা জানান, আনিস গত শুক্রবার পাটুলীপাড়ার বড়াল (শাখা) নদী সংলগ্ন ওই সরকারি সড়কের পাশে থাকা বিশাল আকৃতির একটি মেহগনি গাছ কাটে গাড়ী যোগে কালীবাড়ী শ্রী মহাদেবের স‘মিলে নিয়ে রেখে দেন। তারা আরো জানান, পাটুলীপাড়া গ্রামের ইউনুছ আলী স্থানীয় বিএনপির নেতা হয়েও তিনি সরকারি জায়গার তিনটি মূল্যবান মেহগনি গাছ বিক্রি করেছেন। গাছ গুলোর আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকার মত।
কালীবাড়ী বাজারের স’মিলের মালিক শ্রী মহাদেব বলেন, আনিছ নামের একজন গাছগুলো তার মিলে রেখেছে।
অনুমতি ছাড়া সরকারি গাছ কাটার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত কাঠ ব্যবসায়ী আনিস বলেন, ইউনুছ সরকারের কাছ থেকে তার তিনটি মেহগনি গাছ প্রায় দেড় লাখ টাকা দিয়ে কিনেছি।
গাছ বিক্রেতা ইউনুছ সরকার বলেন, গাছগুলো আমার জমির সীমানার মধ্যে ছিল, তাই বিক্রি করেছি। না বুঝে এলাকাবাসী অভিযোগ করেছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামন বলেন,এলাকাবাসীর মৌখিক অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রকৌশলীকে ঘটনাস্থলে পাঠিয়েছি।
উপজেলা প্রকৌশলী আফরোজা খাতুন বলেন, যারা গাছগুলো কেটেছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply