পাবনার ভাঙ্গুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহাদৎ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাত ৮ টার দিকে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের রামকান গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাদৎ ওই গ্রামের মোঃ আব্দুস সাত্তারের ছেলে ও দুই সন্তানের জনক। পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে শাহাদাৎ তার নিজ ঘরে একটি সিলিং ফ্যান সংযোগের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয়। পরে পরিবারের লোকজন শাহাদতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান সুলতান জাহান বকুল। এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঃ ফয়সাল বিন আহসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে অভিযোগ না থাকায় মৃতদেহটি দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান। শাহাদতের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply