পাবনার ভাঙ্গুড়ায় মাদক বিক্রি ও সেবনের অপরাধে দুই জনকে কারাদ- প্রদান এবং ১শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার(১৮ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদেরকে এ সাজা দেন।
দ-প্রাপ্তরা হলেন ভাঙ্গুড়া পৌর শহরের চৌবাড়িয়া দক্ষিণপাড়া মৃত মাহাতাব হোসেনের ছেলে আঃ মান্নান (৬০) ও শরৎনগর ভদ্রপাড়া মহল্লার মৃত এনায়েত আলী মন্ডলের ছেলে মোখলেছুর মন্ডল (৪০)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের ইন্সপেক্টর ছানোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গুড়ার চৌবাড়িয়া দক্ষিণপাড়া এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিত্বে সেখানে অভিযান চালানো হয়। এ সময় আঃ মান্নানের কাছ থেকে ১৭০ গ্রাম গাঁজা উদ্ধার এবং মোখলেছুরকে সেবনরত অবস্থায় হাতে নাতে আটক করা হয়। পরে আদালত বসিয়ে মোখলেছুরকে ১ মাসের এবং আঃ মান্নানকে ৩ মাসের কারাদ- প্রদান ও ১শ টাকা জরিমানা প্রদান করা হয়।
পরে উপজেলা পরিষদ চত্বরে আলামতগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
Leave a Reply