তাস দিয়ে জুয়া খেলার অপরাধে ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে আমিনপুর থানার বাঘলপুর বাজার থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলোঃ বাঘলপুর এলাকার মকবুল হোসেন প্রামানিকের ছেলে তৌহিদ হাসান, খিদির সেখের ছেলে রুহুল মাষ্টার, মৃত জিন্নাহ সেখের ছেলে রফিকুল মাস্টার, শহিদ সেখের ছেলে জাহানগীর সেখ, মৃত হাকিম বেপারীর ছেলে ইবাদ বেপারী, মৃত রাহাতুল্লাহর ছেলে আবুুল মেম্বার, মৃত গনী মোল্লার ছেলে ফরহাদ মোল্লা, মৃত সৈয়দ আলী খানের ছেলে মোঃ কালু খান, মৃত মতিয়ার মোল্লার ছেলে মোঃ খোকন মোল্লা, শুকুমার হালদারের ছেলে সজল হালদার, মৃত রোনো সরকারের ছেলে অসিদ কুমার সরকার।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে আমিনপুর থানাধীন রানীনগর ইউনিয়ন এর বাঘলপুর গ্রামস্থ বাঘলপুর বাজারে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মাজাহারুল সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে জনৈক মিজানুর রহমান মোল্লার দোতলা মার্কেট এর ২য় তলায় দোকানের মেঝেতে পাটি বিছিয়ে বসে টাকা দিয়ে তাস দিয়ে জুয়া খেলারত অবস্থায় ১২ জন আসামীকে আসামী গ্রেফতার করেন।
ঘটনাস্থল হতে গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত ১ সেট প্লেয়িং কার্ড, নগদ ৫৩,০২০ টাকা, একটি প্লাস্টিকের তৈরী পাটি উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে আমিনপুর থানার মামলা নং-১০, তারিখ-১৪/০১/২০২২, ধারা-১৮৬৭ সালের জুয়া আইনের ৪ ধারায় মামলা রজু করা হয়েছে।
Leave a Reply