পাবনা বেড়ায় কঠোর লকডাউন নিশ্চিত করতে সার্বক্ষনিক মাঠে কঠোর অবস্হানে উপজেলা প্রশাসন। সেই সাথে বেড়া মডেল থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী এবং বিজিবি’র ব্যাপক তৎপরতা লক্ষনীয়। কঠোর লকডাউনের শুরু থেকেই প্রতিনিয়তই উপজেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমান আদালতে হচ্ছে জেল জরিমানা।
শুক্রবার (৬ আগষ্ট ) সকালে উপজেলার পৌর এলাকার বেড়া বাজারে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে দোকানপাঠ খোলার দায়ে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব হাসান পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯টি মামলায় ৯ হাজার ১শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয় বলে আদালত সূত্রে জানা গেছে। এছাড়াও করোনা সংক্রমণ প্রতিরোধে মাঠে কাজ করছে উপজেলা নির্বাহী অফিসার মো. সবুর আলী ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব হাসান জানান, কঠোর লকডাউনে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে দোকান খোলার দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রতিদিনই অর্থদন্ড প্রদান করা হচ্ছে এছাড়াও কর্মহীন হয়ে পরা মানুষদের মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া উপহার হিসেবে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী উপজেলা প্রশাসনের পক্ষ হতে বিতরণ করা হচ্ছে। জনসাধারণের স্বাস্থ্য বিধি নিশ্চিতে অযথা রাস্তায় বেড় হওয়া মানুষদের ঘরমুখী করতে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বার বার নির্দেশনা প্রদান করে আসছি। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রতিদিনই জেল জরিমানা করা হচ্ছে। করোনা সংক্রমণ রোধে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Leave a Reply