পাবনার আমিনপুরের চরগোবিন্দপুর কারিকর পাড়ায় বিয়ের প্রলোভনে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করেছে একই গ্রামের ইউনুছের ছেলে আজিজুল ইসলাম (আজিজল)(২২)।
লিখিত অভিযোগের সূত্রে জানা যায়, ওই প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী (১৩)কে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব ও বিয়ের প্রলোভন দিয়ে উত্যক্ত করতো কলেজ পড়–য়া আজিজুল ইসলাম। এক পর্যায়ে ছাত্রীর পরিবারের সদস্যরা ঢাকায় থাকায় আজিজুল প্রেমের সম্পর্ক গড়ে একাধিক বার ধর্ষণ করে। ধর্ষণের ঘটনা জানাজানি হলে ছাত্রী তার প্রেমিক কলেজ ছাত্রকে বিয়ে করতে বলে। এতে আজিজুল ইসলাল ও তার পরিবার ক্ষিপ্ত হয়ে ছাত্রীর পরিবারকে ভয়ভীতিসহ প্রান নাশের হুমকী দিয়ে আসছে।
এব্যাপারে গ্রাম্য প্রধানরা হাকিমের বাড়ির সামনে গত সোমবার দুপুরে এক সালিশী বৈঠকে বসেন। সালিশী বৈঠাক কোন প্রকার মিমাংশা ছাড়ায় শেষ হয় বলে একটি সূত্র জানান।
সালিশে বিচার না পেয়ে অবশেষে ছাত্রীর বাবা হত দারিদ্র ভ্যান চালক মঙ্গলবার (৬ জুলাই) আমিনপুর থানায় অভিযোগ দায়ের করেন। এদিকে সালিশী বৈঠাকের পর থেকেই অভিযুক্ত ধর্ষক আজিজল পলাতক রয়েছে। স্কুল ছাত্রীর ভ্যান চালক বাবা জানান, সালিশে আমাকে গ্রাম্য প্রধানরা জানান, মেয়ের অভিযোগের প্রমান না পাওয়ায় সালিশ সমাপ্ত করা হলো। প্রয়োজনে আমাকে আইনের আশ্রয় নিতে কোন কোন প্রধান পরামর্শ দেন।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলম জানান, এ ঘটনায় থানায় ধর্ষণ মামলা হয়েছে। আসামীর বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply