পাবনার বেড়ায় নিখোঁজের দু’দিন পর বৃহস্পতিবার দুপুরে রাজু (১৩) নামের এক কিশোরের বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বেড়া উপজেলার নতুন ভাড়েঙ্গা ইউনিয়নের কাতলাগারা করিয়াল এলাকায় যমুনা নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত রাজু বেড়া উপজেলার নতুন ভাড়েঙ্গা ইউনিয়নের বাগশোয়াপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। সে ইঞ্জিনচালিত ভ্যান চালিয়ে পরিবারের জীবিকা নির্বাহ করতো।
পুলিশ ও স্থানীয়রা পরিবারের বরাত দিয়ে জানান, মঙ্গলবার সকালে তার ছেলে রাজু প্রতিদিনের মতো ভ্যান গাড়ি নিয়ে বাড়ির অদূরে রাকশা বাজারে যায়। কিন্তু সে দুপুরে বাড়িতে খেতে আসেনি। বিকেল পর্যন্ত বাড়ি না আসায় স্বজনরা চিন্তিত হয়ে তাকে খোঁজাখুঁজি শুরু করে। এরপর বুৃধবার সন্ধ্যায় বেড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। বৃহস্পতিবার সকালে যমুনা নদীতে একজন নৌকার মাঝি বস্তাবন্দী ওই কিশোরের মৃতদেহ ভাসতে দেখে। এরপর বিষয়টি এলাকায় জানাজানি হলে ওই কিশোরের স্বজনরা এসে বস্তা খুলে রাজুর মৃতদেহ শনাক্ত করেন। পরে খবর পেয়ে বেড়া মডেল থানা পুলিশ ও নগরবাড়ী নৌ-পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। কিশোরের জামা-কাপড় নদীর পাড়ে পড়ে ছিল। তার দেহে কোন কাপড়-চোপড় ছিল না।
নিহতের বাবা আব্দুর রাজ্জাক জানান, তার ছেলের ভ্যান গাড়িটি পাওয়া যায়নি। তার ধারণা ভ্যান গাড়ির জন্য তার ছেলেকে হত্যা করা হতে পারে।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, চরের দীর্ঘ পথ পাড়ি দিয়ে থানা পুলিশ দুপুর দেড়টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। নৌ পুলিশও ঘটনাস্থলে রয়েছে।
ঈাবনার অতিরিক্ত পুলশ সুপার (অপরাধ) মাসুদ আলম জানান, মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। হত্যাকান্ডের প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। তবে ব্যাটারিচালিত রিকশা ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করে বস্তায় ভরে কেউ নদীতে ফেলে দিতে পারে, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।
Leave a Reply