আলোচনা সভা ও মোমবাতি প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে মিডিয়া অ্যাসোসিয়েশান, পাবনা বুদ্ধিজীবী দিবস পালন করেছে। এ উপলক্ষে মঙ্গলবার রাতে পাবনার সাংস্কৃতিক চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পাবনা মিডিয়া অ্যাসোসিয়েশাসের সভাপতি সুমন আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দিলশান কাজলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সম্মিলিতি সাংস্কৃতিক জোটের নবনির্বাচিত সভাপতি ফরিদুল ইসলাম খোকন, সাবেক সভাপতি আবুল কাশেম, সংগঠনের উপদেষ্টা বিপ্লব ভৌমিক ও উত্তরণ সাহিত্য আসরের সভাপতি কবি আলমগীর কবীর হৃদয়। দৈনিক খবর বাংলা সম্পাদক ডা. আব্দুল সালামসহ সাংস্কৃতিক কর্মিরা এ সময় উপস্থিত ছিলেন।
Leave a Reply