বিএনপির নৈরাজ্য প্রতিহত করার ঘোষণা দিয়ে পাবনায় মিছিল ও পথসভা করেছে জেলা আওয়ামীলীগ এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বুধবার সন্ধ্যায় জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে পথসভায় মিলিত হন তারা।
এ সময় বক্তারা বলেন, নাশকতা সৃষ্টির চেষ্টা সহ জনগণের জানমালের নিরপত্তার দিতে সরকার অঙ্গীকারবদ্ধ। ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশের নামে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে বিএনপি। সন্ত্রাসী তৎপরতার পরিকল্পনা করায় ঢাকায় শিমুল বিশ^াসসহ বিএনপির কয়েকজন নেতাকে গ্রেপ্তার করেছে আইনশৃংখলা বাহিনী। এসব ঘটনাকে রাজনৈতিক ইস্যু বানিয়ে পাবনায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বিএনপির সন্ত্রাসীরা।
তারা আরো বলেন, কেন্দ্রের নির্দেশে পাবনায় নৈরাজ্য প্রতিরোধে সজাগ দৃষ্টি রেখেছে জেল আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সন্ত্রাসী কার্যক্রম করলে তাদের সমুচিত জবাব দেয়া হবে বলেও হুশিয়ারী দেন তারা।
পথসভায় অন্যান্যের মধ্যে আওয়ামীলীগ নেতা লিয়াকত তালুকদার, আব্দুর রাজ্জাক, কামরুজ্জামান রকি, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আহমেদ শরীফ ডাবলু, ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান সবুজ, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম সোহেল, সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন, আরমান হোসেন বক্তব্য রাখেন।
Leave a Reply