পাবনার চরতারাপুর ইউনিয়নে তৃতীয় শ্রেণীতে পড়য়া এক শিশু স্কুল শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোরে বালিয়াডাঙ্গী গ্রামের মির্জা মশিউর রহমানের বাড়ির বাথরুম থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শিশুর নাম রোমিও (৮)। সে বালিয়াডাঙ্গী গ্রামের মাসুদ আলীর ছেলে ও বালিয়াডাঙ্গী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র।
নিহতের বড় ভাই রকি জানান, সোমবার সকাল থেকেই রোমিওকে বাড়িতে খুঁজে পাচ্ছিলো না তার পরিবার। স্কুলসহ আশেপাশে বিভিন্ন স্থানে খোঁজ করেও তাকে না পেয়ে এলাকায় মাইকিং করেন তারা। পরে, মঙ্গলবার ভোরে প্রতিবেশী মির্জা মশিউর রহমানের বাড়ির বাথরুমে রোমিওর মরদেহ দেখতে পেয়ে তাদের খবর দেন প্রতিবেশীরা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
রকি আরো জানান, তাদের পরিবারের সাথে কারো কোন পূর্বশত্রুতা বা বিরোধ নেই। কারা কেন রোমিওকে হত্যা করেছে সে বিষয়ে কোন ধারণাই করতে পারছেন না তারা।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, স্থানীয়দের নিকট থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রোমিওর মরদেহ উদ্ধার করে থানায় এনেছে। শিশুটির মাথায় আঘাত জনিত গুরুত্বর জখম রয়েছে। ময়না তদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে, হত্যার কারণ নিশ্চিত করতে পারেননি ওসি।
Leave a Reply