পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমানের জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার রাতে পাবনা প্রেসক্লাবে কেক কাটা হয়।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোস্তফা কামাল খান, পাবিপ্রবি বাংলা বিভাগের চেয়ারম্যান ড. এম আব্দুল আলীম, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক জোড়বাংলা পত্রিকার সম্পাদক আব্দুল মতিন খান, পাবনা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মীর্জা আজাদ, পাবনা প্রেসক্লাবের সহসভাপতি ও পাবনা সংবাদপত্র পরিষদের সম্পাদক শহিদুর রহমান শহীদ, দৈনিক বিবৃতির সম্পাদক ইয়াছিন আলী মৃধা রতন, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক উৎপল মির্জা, সহ সম্পাদক ও দি ডেইলি স্টারের আহমেদ হুমায়ূন কবির তপু, পাবনা প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল, কল্যাণ সম্পাদক সরোয়ার উল্লাস, ক্রীড়া সম্পাদক কলিট তালুকদার, দফতর সম্পাদক মোখলেছুর রহমান বিপ্লব, এটিএন নিউজ ও দেশ রুপান্তরের রিজভী জয়, বাংলাদেশ সাংবাদিক সমিতি পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পাবনা রির্পোটার্স ইউনিটির সাবেক সভাপতি রাজিউর রহমান রুমি, প্রবীন সাংবাদিক আব্দুর রশিদ, সাংবাদিক মোস্তাফিজুর রহমান রাসেল, রফিকুল ইসলাম সুইট, বীরমুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, শহিদুল ইসলাম রিজু, ইমরোজ খন্দকার বাপ্পী, মাহফুজ আলম, সুশান্ত কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply