আওয়ামীলীগের পাবনা প্রতিনিধি পাবনার কৃতি সন্তান ও মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক উপ কমিটির সভাপতি মনোনীত হয়েছেন। ১৪ জানুয়ারী ২০২১ শুক্রবার আওয়ামীলীগ সাধারন সম্পাদক ওবায়দুল কাদের এমপি সাক্ষরিত এক পত্রে এ মনোনয়নের বিষয়টি জানানো হয়েছে।
পাবনা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি এ তথ্য নিশ্চিত করেছেন। গোলাম ফারুক প্রিন্স এমপি জানান, শুক্রবার সন্ধ্যায় আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের এমপি সাহাবুদ্দিন চুপ্পুর হাতে প্রচার ও প্রকাশনা উপ কমিটির চেয়ারম্যান মনোনয়নের চিঠি তুলে দেন। দলের গঠনতন্ত্রের ২৫(১)(ক) ধারায় তাকে এ দায়িত্বভার অর্পন করেছেন।
প্রিন্স এমপি আরো বলেন, সাহাবুদ্দিন চুপ্পু রণাঙ্গণের মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধুর ¯েœহধন্য সাবেক ছাত্রলীগ নেতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন, পাবনাবাসীর গর্ব। জননেত্রী শেখ হাসিনা তাকে প্রচার ও প্রকাশনা উপ কমিটির সভাপতি মনোনীত করায় আমরা গর্বিত। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই।
সাহাবুদ্দিন চুপ্পু বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ বুকে নিয়ে আমার রাজনীতির পথচলা। দলের একজন ক্ষুদ্্র কর্মী হিসেবে নিজের দায়িত্ব পালনে চেষ্টা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামীলীগের যে গুরু দায়িত্ব অর্পণ করেছেন তা পালনে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। এদিকে, সাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক উপ কমিটির সভাপতি মনোনীত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন মুক্তিযোদ্ধা সাংবাদিক রবিউল ইসলাম, ডায়াবেটিক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সম্পাদক সৈকত আফরোজ আসাদ, সাবেক সভাপতি শিবজিত নাগ, সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান ও পাবনা মেইল টোয়েন্টিফোর ডটকম পরিবার।
সাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও পাবনা প্রেসক্লাবের জীবন সদস্য।
Leave a Reply