পাবনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের তিন বারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সের জন্মদিন উপলক্ষে পাবনায় বিভিন্ন মসজিদে মুসল্লীদের মাঝে করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
এমপি প্রিন্সের বিশেষ সহকারী কামরুজ্জামান রকির তত্ত্বাবধানে শুক্রবার জুম্মার নামাজের পূর্বে সদর উপজেলায় ২৫ টি মসজিদে এসব সুরক্ষা সামগ্রী পৌঁছে দেন ছাত্রলীগ নেতা মিজানুর রহমান সবুজ ও হাবিবুর রহমান রিংকু।
কামরুজ্জামান রকি জানান, বর্তমানে সারাদেশে করোনার সংক্রমণ বেড়েছে। গোলাম ফারুক প্রিন্স এমপির নির্দেশনায় পাবনায় সাধারণ মানুষকে সচেতন করার কার্যক্রম চলছে। শুক্রবার জুমার নামাজে মসজিদে বেশি ভীড় হয়। অনেকেই মাস্ক না নিয়েই চলে আসেন। মাস্ক ব্যবহার নিশ্চিত করতে তাঁর জন্মদিনে সদর উপজেলায় বিভিন্ন মসজিদের ইমামদের নিকট মাস্ক পৌঁছে দেওয়া হয়েছে। এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে মুসুল্লিদের সচেতন করতে ইমাম সাহেবদের অনুরোধ করেছেন প্রিন্স এমপি।
Leave a Reply