পাবনা মেডিকেল কলেজে চালু হয়েছে সন্ধানী ক্লাবের নতুন ইউনিট। গত শুক্রবার সন্ধানীর আয়োজিত কেন্দ্রীয় সম্মেলনে একটি আহ্বায়ক কমিটি অনুমোদনের মাধ্যমে এই শাখা চালু করা হয়। কমিটির সদস্যরা হলেন-মাসুদ আহমেদ আহ্বায়ক, সন্ধানী পাবনা মেডিকেল কলেজ ইউনিট। তারেক মাহমুদ যুগ্ন-আহব্বায়ক, সন্ধানী পাবনা মেডিকেল কলেজ ইউনিট।
কমিটির অন্যান্য সদস্যরা হলো: মামুন মিয়া, মুসান্না সাকিব, মাহমুদ নির্ঝর, জান্নাত আরা বৃষ্টি, নুসরাত জাহান স্বর্ণালি, পাপিয়া ফেরদৌস, জাকিয়া আক্তার রিফা, শায়লা আক্তার, আল-আমিন-আল-তামিম, তানবীর, মাহমুদ খান, আব্দুল কাইয়ূম স্বপন, সৌরভ সাহা, সাবরিনা সুরাইয়া, নীলিমা রায়।
Leave a Reply