পাবনা জেলা আওয়ামী লীগের সম্মেলন ১৯ ফেব্রুয়ারীতে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) আওয়াামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়া স্বাক্ষরিত চিঠিতে এ জেলায় সম্মেলনের তারিখ চূঢ়ান্ত করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৯ ফেব্রুয়ারী পাবনা জেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এছাড়াও আরো দুই জেলার সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে ওই চিঠিতে।
২০ ফেব্রুয়ারী নাটোর ও ২৮ ফেব্রুয়ারী সিরাজগঞ্জ জেলা আওযয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলের তারিখ নির্ধারণ করা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, জেলার মেয়াদোত্তীর্ণ সকল সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল শেষ করে জেলা আওয়ামী লীগের কাউন্সিল সম্পন্ন করার সাংগঠনিক নির্দেশনা প্রদান করা হচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপরোক্ত নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীযয় সকল প্রস্তুতি গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।
Leave a Reply