পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২টি কেন্দ্রের ভোট বাতিল করে পুনরায় ভোট গ্রহণ ও ৮টি কেন্দ্রের ভোট পুনরায় গণণার দাবিতে সংবাদ করেছে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী মো: রইস উদ্দিন খান।
সোমবার সন্ধ্যায় পাবনা প্রেসক্লাবের অডিটোড়িয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে চতুর্থ দফায় গত ২৬শে ডিসেম্বর অনুষ্ঠিত সাদুল্লাপুর ইউপি নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে তিনি এ দাবি জানান।
লিখিত বক্তব্যে নৌকার প্রার্থী রইস উদ্দিন খান বলেন,১নং ওয়ার্ড শ্রীকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৮নং ওয়ার্ডের চমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার আমার পোলিং এজেন্টদের বের করে দেয়।ঐ কেন্দ্রে আমার পক্ষে দেওয়া ৪শত ৬২ ভোট বিনা কারণে অবৈধ দেখিয়ে বাতিল করা হয়েছে। এছাড়াও মৃত ব্যক্তি ও বিদেশে থাকা ব্যক্তিদের ভোট দেওয়া হলেও দায়িত্বরত কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেননি। ঐ কেন্দ্রে ভোট গণণা শেষে আমাকে রেজাল্ট সিট দেওয়া হয় নাই।
তিনি আরো বলেন,জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির পাভেল,আওয়ামীলীগ নেতা মুতাহার হোসেন,আব্দুল মান্নান খান,মহন আলী সহ বেশ কিছু আওয়ামীলীগ নেতাকর্মী নৌকার ব্যাচ পরে বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করেছে। তাদের ষড়যন্ত্রে আমার ভোটাররা ভোট দিতে পারেনি। মনোনয়ন না পেয়ে তারা দলের প্রার্থীর বিরুদ্ধে প্রকাশ্যে ষড়যন্ত্র করেছে।রইস উদ্দিন খান তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
রইস উদ্দিন বলেন, এ বিষয়ে আমি রিটার্নিং কর্মকর্তা বরাবর ২টি কেন্দ্রের ভোট বাতিল করে পুনরায় ভোট গ্রহণ ও ৮টি কেন্দ্রের ভোট পুনরায় গণণার দাবিতে আবেদন করেছি এবং হাইকোর্টে রিট করার প্রক্রিয়া রয়েছে। আশা করছি কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনায় নিবেন।
উল্লেখ্য:গত ২৬শে ডিসেম্বর সাদুল্লাপুর ইউপি নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী ৫শতাধিক ভোটে জয় লাভ করে।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আব্দুস সাত্তার সরদার, মোহাম্মদ বকুল হোসেন, মো: সিদ্দিকুর রহমান, হাফিজুর রহমান প্রমুখ।
Leave a Reply