সামসাং গৃহস্থালি পণ্য বজার জাত করনে ব্যপক প্রসার পেয়েছে । এর ই ধারাবাহিকতায় গৃহস্থালি পণ্য কাপড় ধোঁয়ার মেশিন নিয়ে পাবনা শহরের বিভিন্ন অলি-গলি প্রদর্শন করে। এর পর শহরের মুল্যবান আগ্রহি ক্রেতাদের ইনভাইটেশন কাড দিয়ে ডেকে নিয়ে পাবনা শোরুেমে কাপড় ধোয়ার ওয়াশিং মেশিন পদর্শন করা হয় ।
বিবাহ উৎসব এর অফার নিয়ে কথা বলা হয়। ওয়াশিং মেশিনের ফিচার এবং এর উপকারিতা সম্পর্কে আলচনা করা হয়। এছাড়া ও কি করে কাপর পরিস্কার করা হয় তা সরাসরি দেখানো হয়, এবং ক্রেতাদের মনে জমে থাকা অনেক রকম প্রশ্নের ও উত্তর দেওয়া হয়।
অনষ্ঠন পরিচালনা করেন টেরিটোরির রিটেইল ম্যনেজার, মোহাম্মদ আল আমিন। বিবাহ উৎসব ও অফার হলো, তিনটি পণ্য টিভি+ফ্রিরিজ + ওয়াশিং মেশিন নিয়ে বান্ডেল প্যাকেজ। প্যাকেজ গুলো হলো প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড, সিলভার। এক নতুন বিবাহিত কাপল চাইলে মাত্র ৭৯,৯০০/- টাকায়( টিভি+ফ্রিজ + ওয়াশিং মেশিন) ক্রয় করতে পারে ।
স্যামসাং অভিজ্ঞ কনসালটেন্ট, রাকিব হাসান। সহজগিতায় ট্রানাসকম মার্কেটিং টিম।
Leave a Reply