বিনম্র শ্রদ্ধার মধ্যদিয়ে পাবনায় পালিত হলো শহীদ বুদ্ধিজীবী দিবস। এ উপলক্ষে মঙ্গলবার সকালে পাবনায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ দূর্জয় পাবনার পাদদেশে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন, পাবনা প্রেসক্লাব, অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরী, পাবনা সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ কয়েকটি সংগঠন। সংগঠনগুলোর নেতাকর্মীরা শহীদের আত্মার প্রতি ফুলেল শ্রদ্ধা জানান।
ভোরে পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান ও সম্পাদক সৈকত আফরোজ আসাদের নেতৃত্বে পাবনা প্রেসক্লাব সদস্যরা মৌন মিছিল নিয়ে দুর্জয় পাবনায় যায়। এ সময় শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
রাতে পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ স্বাধীনতা লাভের কয়েকদিন আগে থেকেই দেশের বুদ্ধিজীবীদের পাক বাহিনী ও তাদের দোসর রাজাকার, আল বদর এবং আল শামসসহ স্থানীয় সহযোগীদের সঙ্গে নিয়ে কবি, লেখক, সাহিত্যিক, শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবীদের উপর নৃশংস অত্যাচার এবং তাঁদেও বর্বরোচিত নির্যাতন চালিয়ে হত্যা করা হয়।
Leave a Reply