পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক ও জনপ্রিয় জেষ্ঠ্য সাংবাদিক উৎপল মির্জার জন্মদিন পালন করেছেন তার সতীর্থ সহকর্মী সাংবাদিকরা। রবিবার রাতে পাবনা প্রেসক্লাবে অনন্দঘন পরিবেশে শুভেচ্ছা বিনিময় কেক কাটা হয়।
এ সময় সাংবাদিক উৎপল মির্জাকে জন্মদিনের শুভেচ্ছা জানান, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সম্পাদক সৈকত আফরোজ আসাদ, সহ সভাপতি শহিদুর রহমান শহিদ, সহ সম্পাদক আহমেদ হুমায়ুন কবির তপু, কল্যাণ সম্পাদক সরোয়ার উল্লাস, ক্রীড়া সম্পাদক কলিট তালুকদার, বাংলাদেশ সাংবাদিক সমিতি পাবনা শাখার সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পাবনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী বাবলা, ক্লাব সদস্য রাজিউর রহমান রুমী, রফিকুল ইসলাম সুইট, পাবনা অনলাইন ও টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রিজভী জয়, ফাহিমুল কবির খান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় এর অফিসার্স সমিতির সাবেক সভাপতি রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে উৎপল মির্জার একমাত্র কন্যা রুপকথা মির্জাকে সাথে নিয়ে কেককাটা হয়।
পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও খ্যাতনামা সাংবাদিক মরহুম মীর্জা শামসুল ইসলামের পুত্র। সাংবাদিক উৎপল মির্জা মাছরাঙা টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি হিসেবে টেলিভিশন সাংবাদিকতা শুরু করেন। তিনি তার অনুসন্ধানী সাংবাদিকতায় স্বীকৃতি হিসেবে দূর্নীতি বিরোধী সাংবাদিকতায় টিআইবি পুরষ্কারসহ সম্মানজনক বিভিন্ন সম্মাননাও পেয়েছেন।
Leave a Reply