শহরের গোপালপুর মহল্লার আবাসিক এলাকায় নিয়ম বহির্ভূত ভাবে বিল্ডিং নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। ফলে এলাকার স্বাভাবিক পরিবেশ বিঘিœত হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা পৌরসভার মেয়রের নিকট এলাকাবাসী স্বাক্ষরিত একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে প্রকাশ, পাবনা পৌরসভার ২নং ওয়ার্ডের গোপালপুর মহল্লায় সৎসঙ্গ বাংলাদেশ নামে একটি সংগঠন বিল্ডিং নির্মাণ করছে। যার পূর্ব পশ্চিম ও দক্ষিণে আবাসিক বাসা বাড়ী রয়েছে। কিন্তু সংগঠনের কর্মকর্তারা পৌর আইন অমান্য করে বাউন্ডারী ওয়ালের উপর তাদের ভবন নির্মাণ করছেন। ফলে পার্শ¦বতি বাসাবাড়ীর বাসিন্দাদের স্বাভাবিক জীবন যাপনে বিঘœ ঘটছে।
এলাকাবাসী বিন্ডিং নির্মাণ আইন মেনে কাজের কথা বললে তাদেরকে সৎসঙ্গের কর্মকর্তারা বিভিন্ন ভাবে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন। এ নিয়ে এলাকায় যে কোন সময় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এব্যাপারে প্রতিকার দাবীতে এলাকাবাসী পৌর মেয়রের নিকট আবেদন জানিয়েছেন।
উল্লেখ্য সৎসঙ্গ বাংলাদেশ একটি মানবতাবাদী ধর্মীয় প্রতিষ্ঠান। যার প্রতিষ্ঠাতা পাবনার হিমাইতপুরের শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্র। সারা বিশ্বব্যাপী তার অনুসারী আছে। যে কারণে পাবনাবাসী গর্বিত। কিন্তু তার নামে প্রতিষ্ঠিত সংগঠনের কর্মকর্তাদের মানবতা বিরোধী নিয়মবহির্ভূত কর্মকান্ডে এলাকাবাসী ক্ষুব্ধ। সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
Leave a Reply