পাবনায় করোনাকালীন সময়ে ৪ হাজার ৬ শ ২১ অসহায় দুস্থ পরিবারকে খাদ্য সহায়তা দিল পাবনা পৌরসভা। শনিবার সকালে পাবনা পৌর সভা চত্ত্বরে খাদ্য সহায়তা কর্মসুচীর উদ্বোধন করেন পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান।
পাবনা পৌরসভা সুত্রে জানা যায়, স্বাস্থ্য বিধি মেনে পাবনা পৌরসভার আয়োজনে পৌরসভাধীন ৪ হাজার ৬ শ ২১ জন দুস্থ অসহায় পরিবারকে খাদ্য সহায়তা করা হয়। প্রত্যেককে ১০ কেজি করে চাল দেযা হয়। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের সহায়তায় এ খাদ্য সহায়তা দেয়া হয়। পবিত্র ঈদ উপলক্ষে সুবিধাভোগীদের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা ওয়াহিদুজ্জামান, পাবনা পৌরসভার কাউন্সিলর এ এইচ এম আরেফিন রুবেল, শফিকুল ইসলাম, ফরহাদ জোয়াদ্দার, আনোয়ারা রহমান, বস্তি উন্নয়ন কর্মকর্তা নুরুল ইসলাম বিশ্বাস লিন্টু সহ পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
মেয়র শরীফ উদ্দিন প্রধান বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাংলার মানুষের মুখে হাসি ফোটানোর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান করোনা দুর্যোগ মোকাবেলা করে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে সচেষ্ট রয়েছে। করোনার প্রকোপ থেকে নিরাপদ থাকতে সকলকেই দায়িত্বশীল হতে হবে।
Leave a Reply