শহরের দুরবর্তী মানুষের ভোগান্তি কমিয়ে সহজ ব্যাংকিং সেবা দিতে পাবনার দাপুনিয়া বাজার অগ্রণী এজেন্ট ব্যাংকিং চালুর দ্বিতীয় ববর্ষপূর্তি হয়েছে । এ অঞ্চলের মানুষকে ব্যাংকিং সেবার জন্য আর ছুটতে হয় না কয়েক কিলো পারি দিয়ে শহরে। এই এজেন্ট ব্যাংক শাখায় মিলে হিসাব খোলা ও টাকা লেনদেন সহ সকল সেবা।
সকল স্তরের মানুষের মাঝে সেবা প্রদানের দুবছর পূর্তি উপলক্ষ্যে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা সদর উপজেলার দাপুনিয়া বাজারে এ শাখা কার্যালয়ে শাখাটির দ্বিতীয় ববর্ষপূর্তি উদযাপন করেছে কর্তৃপক্ষ। এসময় একটি গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভারও আয়োজন করা হয়। অগ্রণী ব্যাংক লিমিটেড কোর্ট শাখার সিনিয়র অফিসার আব্দুল হামিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান আ.স.ম আব্দুর রহিম পাকন। বিশেষ অতিথি ছিলেন, অগ্রণী ব্যাংক জেলা শাখার অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো: রেজাউল শরীফ, আ: হামিদ রোড শাখার ব্যবস্থাপক মো: জহির রায়হান, কোর্ট শাখার ব্যবস্থাপক আসিয়া হোসনে আরা, দুয়ার সার্ভিসেস লিমিটেডর এক্সিকিউটিভ মো: মোক্তাদির হোসেন, পাবনা অঞ্চলের বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ মো: মোকাদ্দেছ হোসেন তালুকদার। আমন্ত্রিত অতিথি ছিলেন, দাপুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ওমর ফারুক, সাধারণ বীমা কর্পোরেশনের ডেপুটি ম্যানেজার ও শাখা ইনচার্জ মো: রেজাউল করিম।
এ সভায় সেবার মানোয়ন্নে গ্রাহকদের সাথে আলোচনা করা হয়।
Leave a Reply