পাবনায় ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ আয়োজন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়।
আগামী ১৬ ও ১৭ নভেম্বর রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্ত্বরে মেলা অনুষ্ঠিত হবে। বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এর সিদ্ধান্ত হয়।
জেলা প্রশাসক বিশ^াস রাসেল হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা আকতার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আতিকুল ইসলাম, সংবাদ পত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, বিআরডিবির চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, সিনিয়র তথ্য কর্মতকর্তা মো. সামিউল আলম, বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, জেল সুপার নাসির উদ্দিন প্রধান, জেলা কালচারাল কর্মকর্তা মারুফা মঞ্জরী খান, আওয়ামী লীগ নেতা শাজাহান মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যার শামসুন নাহার রেখা প্রমূখ।
Leave a Reply