রবিবার, ২৮ মে ২০২৩, ১২:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অফিস অটোমেশন সিষ্টেমের উদ্বোধন, কাগজবিহীন অফিস হতে চলেছে পাবিপ্রবি বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে পাবিপ্রবিতে আলোচনা সভা পাবিপ্রবিতে প্রথমবর্ষের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার সকল আয়োজন সম্পন্ন আন-নাসর রমাদান কুইজ ও কর্জে হাসানা কার্যক্রম শুরু পাবনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নতুন বর্ষবরণ রূপপুর প্রকল্পের গাড়ি চালক সম্রাট হত্যা মামলার মূলহোতা মমিন গ্রেফতার নিখোঁজের দুইদিন পর রূপপুর প্রকল্পের গাড়িচালকের মরদেহ উদ্ধার বাউয়েট এ, “সরকারী খরচে আইনগত সহায়তা প্রদান কার্যক্রম” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নিখোঁজের দুইদিন পর যমুনা নদী থেকে কিশোরের বস্তাবন্দী মরদেহ উদ্ধার চরতারাপুরে বালু মহলে পুলিশের ওপর চেয়ারম্যানের লোকজনের হামলা, সরঞ্জাম জব্দ

পাবনায় শেখ রাসেলের জন্মদিন উৎযাপিত

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম
  • প্রকাশিত মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
Pabnamail24

উৎসবমুখর পরিবেশে পাবনায় উৎযাপিত হয়েছে বঙ্গবন্ধু পুত্র শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস। মঙ্গলবার পাবনা জেলা প্রশান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা জেলা আওয়ামী লীগ, পাবনা পৌরসভাসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন কেক কাটা, র‌্যালী, দোয়া মাহফিল, বৃক্ষরোপন, এতিমদের মধ্যে খাবার বিতরণসহ নানা কর্মসুচী পালন করে।

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে পাবনা জেলা প্রশাসন সকাল সাড়ে ৮ টায় র‌্যালী বের করে শহরের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে, ৮.৫০ মিনিটে রাসেল পার্কে রাসেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, ৯ টায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ, ১০ টায় প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ভার্চুয়ায়ি যোগদান, বাদ জোহর কাচারী মসজিদে দোয়া মাহফিল, বিকেলে ষ্টেডিয়ামে ব্যাডমিন্টন প্রতিযোগীতা, বিকেলে শিল্পকলা একাডেমীতে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক বিশ^াস রাসেল হোসেনর সভাপতিতে এসব কর্মসুচীতে অংশ গ্রহন করেন- জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. রেজাউল রহিম লাল, প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা আকতার, সিভিল সার্জন ডা. মনিসর চৌধরী, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান মন্ডল, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ, গনপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আতিকুল ইসলাম, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক রাশেদুল কবীর, সংবাদ পত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, বিভাগীয় বন কর্মকর্তা কাশ্যপী বিকাশ কুমার, বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের পাবনা জেলা শাখার সভাপতি কামরুজ্জামান রকি প্রমূখ।

শেখ রাসেলের জন্মদিন উদযাপন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবার। জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় অংশ গ্রহন করেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন, উপ উপাচার্য অধ্যাপক ড. এসএম মোস্তফা কামাল খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ উদ্দীন সহ বিশ^বিদ্যালয়ের শিক্ষক. কর্মকর্তা, কর্মচারীও শিক্ষার্থীগণ।

পাবনা জেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনসমূহ দিনব্যাপী র‌্যালী, কেক কাটা, মিষ্ঠি বিতরণ, দোয়া মাহফিল, এতিমদের মধ্যে খাবার বিতরণসহ নানা কর্মসুচী পালন করেন।

সকালে দলীয় কার্যালযে জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল এর সভাপতিত্বে এ সব কর্মসুচীতে অংগ্রহন করেন, জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারোফ হোসেন সহ জেলা মহিলা আওয়ামী লীগ. যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগের নেতাকর্মী গন।

শেয়ার করুন

বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!