“সাক্ষরতা শিখন ক্ষেত্রের প্রসার” এই প্রতিপাদ্য নিয়ে পাবনা উৎযাপিত হয়েছে আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস ২০২২। বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে পাবনা জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক বিশ^াস রাসেল হোসেনর সভাপতিত্বে সহকারী কমিশনার ফারিস্তা করিমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা আকতার, শিক্ষাবিদ মীর্জা শামসুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী, পাবনা প্রেসক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদ, ইসলামিক ফাউন্ডেশানের ডিডি ইমামুল হক, আসিয়াবের পরিচালক আব্দুস সামাদ প্রমূখ।
সভায় বক্তারা বলেন, টেকসই উন্নয়নে শিক্ষার বিকল্প নাই। সাক্ষরতার হার বাড়াতে সরকার নানামুখী কর্মসুচী গ্রহন করেছে। সরকারের এই নানামুখী কর্মসুচী বাস্তবায়নে সংশ্লিষ্টদের আরো দায়িত্বশীল হতে হবে।
Leave a Reply