পাবনা জেলা দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে সততা সংঘের অস্বচ্ছল মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরুস্কার ও বৃত্তি প্রদান করা হয়েছে।
বুধবার (২২ জুন) দুপুরে জেলা দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ের সেমিনার রুমে জেলা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোঃ খায়রুল হক ছাত্র-ছাত্রীদের মাঝে পুরুস্কার বিতরণ ও বৃত্তি করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সহ-সভাপতি শহিদুর রহমান শহিদ, সম্পাদক সৈকত আফরোজ আসাদ প্রমুখ।
অনুষ্ঠান শেষে জেলার বিভিন্ন উপজেলা থেকে ১৮ জন ছাত্র-ছাত্রীদের মাঝে ৬ হাজার করে বৃত্তি প্রদান করে অতিথিবৃন্দরা।
Leave a Reply