পাবনা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ১০টি উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলা পরিষদের আব্দুর রব বগা মিয়া মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফরো আক্তার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মোশারোফ হোসেন, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সহকারী কমিশনার ভুমি কাওসার হাবিব, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান গোলাম আযম শাওয়াল বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, দৈনিক ইছামতির নির্বাহী সম্পাদক মোসতাফা সতেজ, পাবনা জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক তৌফিকুল আলম তৌফিক, পাবনা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাজাহান মামুন, সদর উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক দেওয়ান মাযহার মুনু প্রমুখ।
কর্মশালায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ১০টি উদ্যোগ বিষয়ক পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচী, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর মানবিক বিকাশ, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, বিশেষ বিকাশ ও পরিবেশ সুরক্ষা বিষয়ে কর্মশালায় স্থান পায়। কর্মশালায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মিবৃন্দ, কাজী-ইমাম, সংখ্যালঘু-ধর্মীয় সংগঠনের প্রতিনিধি, সংস্থার প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধি অংশ গ্রহণ করেন।
কর্মশালায় অংশ কারীদের স্ব স্ব স্টোকহোল্ডারদের মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্যোগ কে বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় ও ধন্যবাদ জানিয়ে সমাপনী বক্তব্য দেন কর্মশালার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা।
Leave a Reply