পাবনায় প্রাক্তন ক্রীড়াবিদদের সংগঠন সোনালী অতীতের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অতীতে পাবনার ক্রীড়াঙ্গনে কৃতিত্বের পরিচায়ক ক্রীড়াবিদদের নিয়ে এ সংগঠন গড়ে তোলা হয়েছে। শনিবার (১৮ জুন) সকালে শহিদ আমিন উদ্দিন স্টেডিয়াম অডিটোরিয়ামে এ ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সোনালী অতীতের আহ্বায়ক আঃ ওহাবের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন, পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা শরীর ও মন ভালো রাখতে দারুণভাবে সহায়তা করে। এর মধ্য দিয়ে নানা অন্যায়মূলক কাজ থেকেও মুক্ত থাকা যায়। এছাড়া সোনালী অতীতের সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, একটা সময় আপনারা ক্রীড়াঙ্গনে পাবনার মুখ উজ্জ্বল করেছেন। আশা করি এ সংগঠন ও এর সদস্যদের মাধ্যমে খেলাধুলায় পাবনা আরো এগিয়ে যাবে।
অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক রেজাউল রহিম লাল, প্রবীণ ফুটবলার আঃ সাত্তার মোল্লা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ শহিদুল হক মানিক সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
Leave a Reply