দেশে ষষ্ঠ “জনশুমারি ও গৃহগণনা-২০২২” গত ১৫ জুন থেকে শুরু হযেছে। দেশব্যাপি একযোগে এই জনশুমারির তথ্য সংগ্রহ করা হবে ২১ জুন পর্যন্ত।
এ উপলক্ষ্যে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্নাঢ্য র্যালীর আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর সভাপতিত্বে র্যালীতে অংশগ্রহণ করেন জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, ইউসিসি, জোনাল অফিসার, সুপারভাইজার ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এডওর্য়াড কলেজের মাঠে এসে শেষ হয়। র্যালীতে বিবিএস হেড অফিস থেকে আগত এনএইচডি প্রকল্পের প্রকল্প পরিচালক কাজী তোফায়েল হোসেন, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। উল্লেখ্য ১৪ জুন দিবাগত রাত ১২:০০ সময়কালকে শুমারি মুহূর্ত হিসেবে দেশের জনসংখ্যা নিরূপণ করা হচ্ছে। এবং ১৪ জুন রাত ১২:০০ বা জিরো আওয়ার থেকে ভোর ৬:০০ পর্যন্ত ভাসমান / ছিন্নমূল লোকদের গণনার আওতায় আনা হয়।
Leave a Reply