পাবনা সদর উপজেলার আলোচিত ভাঁড়ারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী সুলতান মাহমুদ খান বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন। ভাঁড়ারা ইউপি নির্বাচনের রিটানিং অফিসার ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা কায়সার মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভাঁড়ারা ইউপি নির্বাচনের ১৬ টি কেন্দ্রে বেসরকারি ফলাফলে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সুলতান মাহমুদ খান ১৭১৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবু সাঈদ খান পেয়েছেন ১১০৬১ ভোট।
এর আগে বুধবার দিনভর কড়া নিরপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শেষ হয় ভোট গ্রহণ। কোন ধরণের অপ্রীতিকর ঘটনা বা বিশৃংখলা ছাড়াই নির্বাচনে ভোট প্রদান করেন ভোটাররা।
উল্লেখ্য, গত বছরের ১১ ডিসেম্বর ইউপি নির্বাচনী প্রচারণার সময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌকার চেয়ারম্যান প্রার্থী আবু সাঈদ খানের (৫২) সঙ্গে সংঘর্ষে আরেক চেয়ারম্যান প্রার্থী ইয়াসিন আলম (৩৫) নিহত হন। এ ঘটনায় ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়া ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের সব পদের নির্বাচন স্থগিত করে ইসি। পরে গত ২৮ এপ্রিল নির্বাচন কমিশন থেকে ১৫ জুন নির্বাচন করতে তফসিল ঘোষণা করা হয়। আবু সাঈদ খান ভাঁড়ারা ইউপিতে টানা চারবার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
Leave a Reply