দেশে জুয়েলার্স শিল্পর উন্নয়নে কাজ করছেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস)। বাজুসের প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের মতো দক্ষ নেতৃত্বে এগিয়ে যাচ্ছেন স্বর্ণ ব্যবসায়ীরা। এ নিয়ে দেশের প্রতিটি জেলায় স্বর্ন ব্যাবসায়ীদের উন্নয়নে বাজুস কাজ করছে। এর সুফল আমরা আপনারা সবাই ভোগ করবো।
মঙ্গলবার (১৪ জুন) দুপুরে বাজুস পাবনা জেলা শাখার মতবিনিময় সভা-২০২২ অনুষ্ঠেয় হয়। ওই অনুষ্ঠানে অতিথিরা এমন বক্তব্য দেন।
পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে দুপুরে এই মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাজুস কে›ন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ডাঃ দিলীপ কুমার রায়।
এছাড়াও বিশেষ অতিথি ছিলেন বাজুস এর উপদেষ্টা ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর বিজনেস এডিটর রুহুল আমিন রাসেল, বাজুস এর সহ সম্পাদক জয়নাল আবেদীন খকন ও বাজুসের কার্যনির্বাহী সদস্য ও স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিংয়ের সদস্য পবিত্র চন্দ্র ঘোষ, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান।
পাবনা চেম্বার মিলনায়তনে অনুষ্ঠিত এ মত বিনিময় সভায় কয়েকশত জুয়েলার্স ব্যবসায়ী অংশ গ্রহণ করেন।
সভায় বক্তারা আরো বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসায়িক বান্ধব পরিবেশ তৈরি করে দিয়েছেন। তাই সরকারের দেয়া দিকনির্দেশনা আমাদের মেনে চলতে হবে। সকল জেলা উপজেলার স্থবির হওয়া ও মেয়াদ উত্তীর্ণ কমিটি দ্রুততার সহিত গঠন করা হবে।
পাবনা জেলার দীর্ঘদিন ধরে স্থবির হওয়া কমিটি বিলুপ্ত করার মাধ্যমে নতুন গঠন, জেলা উপজেলা সমূহে নতুন সদস্য সংগ্রহ, সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে ব্যবসায়িক শৃঙ্খলা ফিরিয়ে এনে অবাধ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নির্বাচন বোর্ড ও নির্বাচন আপিল বোর্ড গঠন করা হবে।
অতি সত্বর পাবনা জেলা কমিটি নির্বাচনের মাধ্যমে এই কমিটির গতিশীলতা বৃদ্ধির বিষয়ে সকল কার্যক্রম গ্রহণ করা হবে।
Leave a Reply