স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে পাবনায় নিবন্ধনহীন দুইটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে। বুধবার দুপুরে পাবনা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এস এম মোস্তাফিজুর রহমান ও সদর উপজেলা মেডিকেল অফিসার ডাঃ কে এম সালাউদ্দিনের নেতৃত্বে শালগাড়িয়ার আতাইকুলা সড়কের হেলথ কেয়ার ক্লিনিক হাসপাতাল ও সৌদিয়া হাসপাতাল নামে দুটি ক্লিনিকে অভিযান চালিয়ে সিলগালা করা হয়।
এ সময় ডাক্তার এস এম মোস্তাফিজুর রহমান জানান, আমাদের এ অভিযান চলমান থাকবে।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সালাউদ্দিন জানান, অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ধারাবাহিক ভাবে অভিযান চলছে। নিবন্ধনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগ থেকে নিবন্ধন ও নবায়নের মাধ্যমে সেবার মান নিশ্চিত করে ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলো তাদের সেবা কার্যক্রম শুরু করতে পারবে। পাবনার জনগণের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এমন অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষ উপকৃত হবে।
Leave a Reply