বৈশাখী ঝড়ে উচ্চ বিদ্যালয়ের দ্বিতল ভবনের টিনের ছাদ উড়ে যাবার ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ এপ্রিল) দিবাগত রাতের বৈশাখী ঝড়ে পাবনা সদর উপজেলাধীন চর আশুতোষপুর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এতে বিদ্যালয়ের পাঠদানসহ নানা শিক্ষা কার্যক্রম ব্যাহত রয়েছে।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোঃ ওহিদুজ্জামান (দেওয়ান বাদল) জানান, এমপিওভূক্ত বেসরকারি বিদ্যালয় এটি। করোনার তান্ডবে দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ থাকায় আর্থিক দিক দিয়ে আমরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। এর মধ্যে এরকম দুর্ঘটনায় প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এছাড়া তিনি আরও জানান, ছাদ উড়ে যাওয়া দ্বিতল ভবনের তিনটি কক্ষে প্রায় তিন শত শিক্ষার্থীর পাঠদান চলতো। যা বর্তমানে একেবারেই বন্ধ রয়েছে।
উল্লেখ্য এ বিদ্যালয়টি ১৯৮৯ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়। হাতেগোনা কয়েকজন শিক্ষার্থী নিয়ে তৎকালে বিদ্যালয়টি তার শিক্ষা কার্যক্রম শুরু করলেও একাডেমিক শৃঙ্খলা ও শিক্ষার মান বিবেচনায় বর্তমানে বিদ্যালয়টির শিক্ষার্থী সংখ্যা প্রায় ৭ শত।
Leave a Reply