বিভিন্ন কারণে স্থগিত থাকা পাবনার ভাঁড়ারা সহ ১৬টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটগ্রহণের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তারিখ অনুযায়ী এ ১৬ ইউপির ভোট আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে।
এ লক্ষ্যে ভোটগ্রহণ করতে সংশ্লিষ্ট সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কাছে নির্দেশনা পাঠিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
ইসির আদেশে বলা হয়, মামলাজনিত বা সীমানা জটিলতা বা চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুর কারণে সম্পূর্ণ বা চেয়ারম্যান পদে পুনঃতফসিল বা পুনরায় মনোনয়নপত্র গ্রহণের প্রয়োজন হবে এমন ইউপি হলো; বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর (চেয়ারম্যান পদে নতুন করে মনোনয়ন জমা দেওয়া যাবে। এ ইউপিতে যারা মনোনয়ন জমা দিয়েছেন তাদের আর দিতে হবে না। তবে সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে মনোনয়ন দাখিলের সুযোগ নেই)। এছাড়া পাবনা সদরের ভাঁড়ারা (চেয়ারম্যান পদে) নতুন করে মনোনয়ন জমা দেওয়া যাবে। যারা জমা দিয়েছেন তাদের আর দিতে হবে না। তবে সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে মনোনয়ন দাখিলের সুযোগ নেই।
Leave a Reply