পাবনার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির এক ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পাবনা শহরের চেম্বার ভবন মিলনায়তনে ও চতুর্থ তলায় ইফতার মাহফিলে সংসদ সদস্য, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন, বিভিন্ন ব্য্যাকের ম্যানেজার, আইনজীবী, সাংবাদিক, চিকিৎসক, শিক্ষক, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গ এই ইফতারে অংশগ্রহণ করেন।
পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সভাপতি মো. সাইফুল আলম ন্বপন চৌধুরী ও সিনিয়র সহসভাপতি আলী মর্তুজা বিশ^াস সনি আমন্ত্রিত অতিথিদেরকে স্বাগত জানান।
এ সময় উপস্থিত ছিলেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিমুল আখতার, এনএসআইর উপ-পরিচালক কামরুল হাসান, দুদকের উপ-পরিচালক খায়রুল হক, পাবনা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ জিন্নাত আল মামুন, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, সাধারণ সম্পাদক শহীদুর রহমান শহীদ, পাবনা জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, পাবনা কারাগারের সুপার মো, শাহ আলম খান, স্কয়ার ফামাসিটিউক্যালসের জেনারেল ম্যানেজার মিজানুর রহমান, স্কয়ার ফুড এন্ড বেভারেজের পরিচালক আব্দুল খালেক, স্কয়ার টয়লেট্রিজের সহকারী মহাব্যবস্থাপক আব্দুল হান্নান, রানা গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ও চেম্বারের পরিচালক রুহুল রানা বিশ^াস, চেম্বারের পরিচালক জাহিদ হোসেন জামিম, চেম্বারের পরিচালক মো. জাহাঙ্গীর আলম, চেম্বারের পরিচালক আবুল হোসাইন খান রিপন, চেম্বারের পরিচালক এইএচ এম রেজুয়ান জুয়েল, চেম্বারের পরিচালক উত্তম কুমার কুন্ডু, চেম্বারের পরিচালক মিরাজুল আলম রুবেল, পাবনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শহীদুল হক মানিক, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক উৎপল মির্জা, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক আখিনুর ইসলাম রেমন, ইছামতি নদী উদ্ধার আন্দোলনের সভাপতি এসএম মাহবুব আলম, পাবনা প্রেসক্লাবের সাবেক সহসভাপতি কামাল সিদ্দিকী, পাবনা প্রেসক্লাবের সহ সম্পাদক আহমেদ হুমায়ুন কবীর তপু, কল্যাণ সম্পাদক সরোয়ার মোর্শেদ উল্লাস, ক্রীড়া সম্পাদক কলিট তালুকদার, পাবনা রির্পোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, জেলা যুবলীগের সদস্য সচিব শিবলী সাদিকসহ বিভিন্ন উপজেলা চেয়ারম্যান মেয়র এবং পাবনায় কর্মরত প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ ও জনগণের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা তরিকুল ইসলাম।
Leave a Reply