ইসলামিক ফাউন্ডেশন পাবনা জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা পর্যায়ের প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের ইমাম সম্মেলন ও শ্রেষ্ঠ ইমাম বাছাই অনুষ্ঠিত হয়। বুধবার সকালে পাবনা মসজিদুল ফেরদৌস এর দ্বিতীয় তলায় সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৯ টি উপজেলার থেকে প্রায় ১৮০ জন প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম অংশ গ্রহন করেন।
ইসলামিক ফাউন্ডেশনের ডিডি মুহাম্মদ ইমামুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিডি এলজি মোঃ মোখলেছুর রহমান, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, ইমাম সমিতি পাবনা জেলা সভাপতি মাওলানা মো: আব্দুস শাকুর জিহাদী, ইসলামিক ফাউন্ডেশানেরে জেলা ফিল্ড অফিসার আহসান হাবিব এ্যাপোলো প্রমূখ।
অনুষ্ঠানের বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামের প্রচার-প্রসারে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। ইমাম গণকে মসজিদে জুম’আর দিনে খুৎবার পূর্বে সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামজিক সমস্যা সমাধানে বক্তব্য প্রদান করতে হবে। ইমামদের মসজিদে নামাজের পূর্বে ও পরে শিশু-নারী নির্যাতন সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকাশক্তি, ইভটিজিং এবং শিক্ষা অগ্রগতির ধারা বজায় রাখাসহ উন্নত নৈতিক চরিত্র গঠন করে মানুষ তথা দেশ ও জাতির সেবা করার মন-মানসিকতা সম্পন্ন ভবিষ্যৎ গড়ার আহবান জানাতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং দেশ ও জাতির অগ্রগতি, শান্তি সমৃদ্ধি কামনা করে মুনাজাত পরিচালনা করেন জনাব মাওঃ মোঃ আব্দুস শাকুর জিহাদী।
Leave a Reply