পাবনা জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সের তোপের মুখে পড়েছেন হাসপাতালের কর্মকতা, চিকিৎসক ও নার্সরা। এ সময় এমপি কর্মকর্তা ও সংশ্লিষ্টদের দায়িত্ব অবহেলায় চরম অসন্তোষ প্রকাশ করে হাসপাতালের সার্বিক মান উন্নয়নের নির্দেশ দেন। সভায় ২৫০ শয্যার পাবনা জেনারেল হাসপাতালের অভ্যন্তরে অবৈধভাবে স্থাপিত ঔষধের দোকান ও ক্যান্টিন বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সাইকেল গ্যারেজ ও পুকুরসমুহ ইজারা প্রদান এবং হাসপাতালকে দালালমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে পাবনা জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে ২৫০ শয্যার পাবনা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক ডা. সালেহ মোহাম্মদ আলীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন পাবনা জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
সভায় বক্তব্য রাখেন, পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মো. রহিম উদ্দিন, সমাজসেবা বিভাগের উপ-পরিচালক রাশেদ কবির, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাবিব, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর ইমতিয়াজ আহমেদ ছবি, কাউন্সিলর আয়ুব আলী সরদার, স্থানীয় প্রতিনিধি একেএম হাসান হীরাসহ স্বাচিপ ও বিএমএ নেতৃবৃন্দ।
সভায় উন্নততর সেবা প্রদানের জন্য আউটসোসিং লোক নিয়োগে প্রকৃত সুইপাররা যাতে চাকুরির সুযোগ পায় সে ব্যাপারে কঠোর হওয়ার জন্য সিদ্ধান্ত হয়। এ ছাড়া হাসপাতালের সামনের ক্লিনিক থেকে কোন দালাল যাতে হাসপাতালের ভেতরে আসতে না পারে সে ব্যাপারে কঠোর হওয়ার পরামর্শ দেওয়া হয়। আগামী সভায় এ বিষয়ে ভাল কাজের পুরুস্কার এবং খারাপ কাজের জন্য সংশ্লিষ্টদের তিরস্কার করার সিদ্ধান হয়।
Leave a Reply