আইসিটি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় পাবনা জেলায় প্রশিক্ষণপ্রাপ্ত সফল ফ্রিল্যান্সার ১৭ জনের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে সফল ফ্রিল্যান্সারদের হাতে ল্যাপটপ তুলে দেন লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির ।
অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সম্পাদক সৈকত আফরোজ আসাদ, সফল ফ্রিল্যান্সার জয়নাল আবেদীন, প্রোগ্রামার সজীব কুমার।
ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রকল্প পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্প ফ্রিল্যান্সার তৈরির মাধ্যমে দেশে উদ্যোক্তা সৃষ্টিতে বিস্ময়কর ভূমিকা রাখছে। স্বাবলম্বী হওয়ার পাশাপাশি তারা দেশের বৈদেশিক মুদ্রা অর্জনেও সহায়তা করছে। করোনার ক্ষতি পুষিয়ে বেকার ও তরুণরা দেশের অগ্রযাত্রায় অংশ নিতে পারছে।
আগামীতে এ প্রকল্পের পরিসর বাড়ানোর পরিকল্পনা রয়েছে। যারা ফ্রিল্যান্সিং শিখতে চান তাদের এ প্রকল্পে সব ধরনের সহযোগিতা দেয়া হবে।
ল্যাপটপ প্রাপ্ত ফ্রিল্যান্সাররা উপহার পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
Leave a Reply