পাবনা প্রেসক্লাবের সদস্য কমরেড প্রসাদ রায় ও অধ্যক্ষ আমিরুল ইসলাম স্মরণে সোমবার রাতে পাবনা প্রেসক্লাব আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া বাদ আছর প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহম্মদ মহিউদ্দিনের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, ভুট্রা আন্দোলন, খাপড়া আন্দোলনখ্যাত সংগ্রামী প্রসাদ রায়ের জীবনী নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া অধ্যক্ষ আমিরুল ইসলামের জীবন সম্পর্কে সাংবাদিকরা নানা ইতিবাচক বক্তব্য দেন।
বক্তারা বলেন, তারা দু‘জনেই ছিলেন সৎ ও আদর্শ সাংবাদিকতার পথিকৃত। পাবনার সাংবাদিকসহ সকল মানুষ তাদেরকে চীরদিন স্মরণ করবে। তাদেও আর্দশকে ধারণ করে নতুন প্রজন্মের সাংবাদিকদের এগিয়ে আসতে ভাবে। বক্তারা আরও বলেন, তারা উভয়েই ছিলেন নির্লোভ ব্যক্তি। তারা ছিলেন আদর্শ মানুষ, আদর্শ সাংবাদিক।
সোমবার রাতে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সহ সম্পাদক তপু আহমেদ।
আলোচনা সভায় বক্তব্য দেন পাবনা প্রেসক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, প্রেসক্লাবের সহসভাপতি শহীদুর রহমান শহীদ, কল্যাণ সম্পাদক খান সরোয়ার মোর্শেদ উল্লাস। এর আগে কমরেড প্রসাদ রায় ও অধ্যক্ষ আমিরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এ ছাড়া বাদ আছর প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহম্মদ মহিউদ্দিনের রুহের মাগফেরাত কামনায় প্রেসক্লাবের নামাজ ঘওে দোয়া অনুষ্ঠিত হয়। হাফেজ মাওলানা তরিকুল ইসলাম এই মোনাজাত পরিচালনা করেন।
Leave a Reply