রাজশাহী-ঢাকা রেলপথের চাটমোহর উপজেলার গুয়াখড়া রেলস্টেশনের পশ্চিম পাশে আন্তঃনগর বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আকলিমা খাতুন (৩৫) নামের এক মহিলার হয়েছে। রোববার সকাল সাড়ে ৮টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত আকলিমা গুয়াখড়া রেলওয়ে স্টেশনের পাশে রেলের জায়গায় বসবাসকারী সিএনজি চালক আঃ মান্নানের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, আকলিমা পাটের আঁশ ছড়িয়ে (ছিলতে) বাড়ি থেকে রেললাইনের পাশ দিয়ে স্টেশনের পশ্চিমের মাঠে যাচ্ছিলেন। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী আন্তঃনগর বনলতা এক্সপ্রেস ট্রেনটি সামনে থেকে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
Leave a Reply