পাবনার চাটমোহরে মাঠ থেকে ফেরার সময় বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন। এ সময় কৃষকদের দুই গরুও মারা যায়। নিহতরা হলেন চাটমোহর উপজেলার কচুগাড়ি গ্রামের দুই কৃষক সাইফুল ইসলাম ও রেজাউল করিম, তারা পরষ্পর চাচাত ভাই।
রবিবার দুপুরে পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের কচুগাড়ি গ্রামের দুই কৃষক পাশ^বর্তী ছাইকোলা বিলে কাজ শেষে বাড়ি ফেরার পথে হালকা বৃষ্টিপাত শুরু হয়। এ সময় তারা বিল থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্যে বজ্রপাতের ঘটনায় তারা দুইজনই মাঠেই মারা যান। বিকট আওয়াজের বজ্রপাতে মাঠের অন্যান্যরাও বাড়ির দিকে রওনা হলে তারা তাদের মরদেহ দেখতে পায়।
ফৈলজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাঠে কাজ শেষে ফেরার পথে বজ্রপাতে আমার ইউনিয়নের কচুগাড়ি গ্রামের দুই কৃষক সাইফুল ও রেজাউল মারা গেছেন। বিষয়টি খুবই মর্মান্তিক বলেও জানান তিনি।
এ ঘটনায় ওই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply